সরাইলে হোম কোয়ারেন্টিনে ৪৮জন

নিজস্ব প্রতিবেদক
মো: তাসলিম উদ্দিন, উপজেলা প্রতিনিধি সরাইল (ব্রাহ্মণবাড়িয়া)
প্রকাশিত: রবিবার ২৯শে মার্চ ২০২০ ১২:৫৬ পূর্বাহ্ন
সরাইলে হোম কোয়ারেন্টিনে ৪৮জন

ব্রাহ্মণবাড়িয়া সরাইলে করোনাভাইরাস সতর্কতায় বিদেশ ফেরত ৪৮ জনকে হোম কোয়ারেন্টিনে রেখেছে স্বাস্হ্য বিভাগ।জানা যায়, সৌদি,সিঙ্গাপুর, ইটালি ও বিভিন্ন দেশ থেকে ৪৮ জন দেশে আসায় স্বাস্হ্য কর্মকর্তা তাদের  বাড়িতে কোয়ারেন্টিনে থাকার পরামর্শ দিয়েছেন।

শনিবার (২৮ মার্চ) রাতে সমাসময়িক পরিস্থিতি নিয়ে সরাইল উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নোমান মিয়া জানান ,কোয়ারেন্টিনে থাকা অবস্থায় করোনা ভাইরাসের কোন লক্ষন দেখা দিলে উপযুক্ত পরীক্ষা - নিরিক্ষা করে চিকিৎসা দেওয়া হবে। বতর্মানে বিদেশ ফেরত ৪৮ জনকে হোম কোয়ারেন্টিনে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

এ সময় তিনি আরও জানান,কর্তব্যরত চিকিৎসক ও নার্সদেরকে করোনা ভাইরাসের উপর প্রশিক্ষণ দেওয়া হয়।উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্স আইসোলেশন বা পৃথক কেভিন খোলা হয়েছে। আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থায় আছি।