প্রকাশ: ২ মে ২০২০, ৪:৩৩
দেশে করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত চিকিৎসকের সংখ্যা ৫০০ ছাড়িয়ে গেছে। করোনা রোগীদের চিকিৎসা করতে গিয়ে আক্রান্ত চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের সংখ্যা দিন দিন বাড়ছে। রাজধানীসহ সারা দেশে আক্রান্ত চিকিৎসকের সংখ্যা এখন ৫২৩ জন। এর মধ্যে সর্বোচ্চসংখ্যক ৩৮৯ জন রাজধানীর বিভিন্ন হাসপাতালের চিকিৎসক।
এদিকে মহামারি করোনাভাইরাসে দেশে ২৪ ঘণ্টায় আরও পাঁচজনের মৃত্যু হয় বলে শনিবার (২ মে) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে জানানো হয়। এর ফলে করোনায় দেশে মৃত্যু সংখ্যা ১৭৫ জন। আক্রান্ত হিসেবে ওই ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হন আরও ৫৫২ জন। ফলে দেশে করোনা রোগীর সংখ্যা দাঁড়াল আট হাজার ৭৯০ জনে। এ ছাড়া সুস্থ হয়েছেন আরও তিনজন। ফলে মোট সুস্থ রোগীর সংখ্যা ১৭৭।