গাজীপুরে আরও ১১৫ জনের করোনা শনাক্ত

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বৃহঃস্পতিবার ২৮শে মে ২০২০ ০১:৩৫ অপরাহ্ন
গাজীপুরে আরও ১১৫ জনের করোনা শনাক্ত

 দেশে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা দিনে দিনে বেড়েই চলছে। গাজীপুরে গত ২৪ ঘণ্টায় আরও ১১৫ জনের করোনা শনাক্ত হয়েছে। জেলা সিভিল সার্জন মো. খায়রুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় গাজীপুরে নমুনা সংগ্রহ করা হয়েছে ১৬৯ জনের। নতুন করে কালিয়াকৈরে ছয়জন, কালীগঞ্জে একজন, শ্রীপুরে ১২ জন, গাজীপুর সদরে ৯৬ জনসহ মোট ১১৫ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। এদিকে কাপাসিয়ায় কোনও করোনা রোগী পাওয়া যায়নি।

সিভিল সার্জন মো. খায়রুজ্জামান জানান, গাজীপুরে এ পর্যন্ত আট হাজার ৪৪৫ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়েছে। যার মধ্যে কালিয়াকৈরে ১০০ জন, কালীগঞ্জে ১২১ জন, কাপাসিয়ায় ৮৬ জন, শ্রীপুরে ৫৩ জন, গাজীপুর সদরের ৬০৮ জনসহ এই জেলায় এ পর্যন্ত মোট ৯৬৮ জন করোনা রোগী শনাক্ত হয়েছে।

এর আগে গতকাল বুধবারে সুস্থ হয়েছে ২২৫ জন। করোনা ভাইরাসের কারণে এ পর্যন্ত জেলায় মৃত্যু হয়েছে চারজনের।