দুঃসাহসিক চুরি কালীমন্দিরে, প্রতিমার গয়না নিয়ে চম্পট

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: রবিবার ২২শে নভেম্বর ২০২০ ১২:৪৫ অপরাহ্ন
দুঃসাহসিক চুরি কালীমন্দিরে, প্রতিমার গয়না নিয়ে চম্পট

ভারতের পশ্চিমবঙ্গের মেদিনীপুর শহরের মানিকপুরের প্রসিদ্ধ কালীমন্দিরে দুঃসাহসিক চুরি। মন্দিরের তালা ভেঙে চুরি গেল লক্ষাধিক টাকার সোনা রুপোর গয়না। চুরির ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। দেড়শো বছর পুরনো মন্দির মানিকপুরের কালীমন্দির। শনিবার মাঝ রাতে মন্দিরের তালা ভেঙে চুরির ঘটনাটি ঘটে। সোনা, রুপোর গয়না ছাড়াও মন্দিরের একাধিক সামগ্রী চুরি করে নিয়ে যায় দুষ্কৃতী। রবিবার সকালে চুরির ঘটনাটি প্রথম নজরে আসে মন্দিরের পরিচারকের।

চুরির খবর পেয়ে ঘটনাস্থলে আসে মানিকপুর ট্রাস্ট কমিটির সদস্য ও এলাকাবাসীরা। খবর দেওয়া হয় মেদিনীপুর কোতোয়ালি থানাতেও।মন্দিরের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে দুষ্কৃতীকে শনাক্তকরণের কাজ শুরু করেছে পুলিস।প্রসঙ্গত এর আগে ২০০৪ সালেও একবার একইভাবে এই কালীমন্দিরে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছিল। এরপর শনিবার রাতে ফের চুরি। এই ঘটনায় রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। তবে মাঝে মধ্যে এমন চুরি হচ্ছে দেশে বিভিন্ন মন্দিরে ।