জন্মাষ্টমীর অনুষ্ঠানে পদদলিত হয়ে নিহত ৪

নিজস্ব প্রতিবেদক
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: শনিবার ২৪শে আগস্ট ২০১৯ ১০:৫০ পূর্বাহ্ন
জন্মাষ্টমীর অনুষ্ঠানে পদদলিত হয়ে নিহত ৪

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে জন্মাষ্টমীর অনুষ্ঠানে পদদলিত হয়েছে চারজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন কমপক্ষে ৫০ জন পুণ্যার্থী। পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরহাট মহকুমার কচুয়ার লোকনাথ ব্রহ্মচারীর আশ্রমে জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত একটি ধর্মীয় অনুষ্ঠানে শুক্রবার দিবাগত ভোরে এই হতাহতের ঘটনা ঘটে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ঘটনায় রাজ্য সরকারের পক্ষ থেকে আহতদের চিকিৎসার দায়িত্ব নেয়ার পাশাপাশি নিহতদের পরিবার প্রতি পাঁচ লাখ টাকা সাহায্য দেওয়ার ঘোষণা দিয়েছেন। একই সঙ্গে তিনি এই ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন। শুক্রবার সকালে কলকাতার ন্যাশনাল মেডিকেল কলেজে ওই ঘটনায় আহতদের দেখতে যান তিনি।

এর আগে বৃহস্পতিবার বিকেল থেকেই হাজার হাজার পুণ্যার্থী লোকনাথ ব্রহ্মচারীর মাথায় জল ঢালতে বিভিন্ন প্রান্ত থেকে কচুয়া ধামে আসতে শুরু করেন। গভীর রাতে পূজার নির্ঘণ্ট শুরু হতে সেখানে লম্বা লাইন পড়ে যায়। প্রায় তিন কিলোমিটার দীর্ঘ লাইনে দাঁড়িয়ে হাজার হাজার মানুষ বাবা লোকনাথ ব্রহ্মচারীর মাথায় জল ঢালর অপেক্ষা করেন। ঠিক তখনই পুণ্যার্থীদের ভিড়ে একটি দেওয়াল ভেঙে যায়। এতে হুড়োহুড়ি শুরু হয় এবং পদদলিত হওয়ার ঘটনা ঘটে। আহতদের অনেকেই বসিরহাট মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়ে। কিন্তু অনেকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের মধ্যে ১৪ জনকে কলকাতার ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ইনিউজ ৭১/এম.আর