
প্রকাশ: ২৫ জুন ২০১৯, ১:৩৭

ঘড়ির কাঁটা তখন দশটা ছুঁইছুঁই। জনবহুল চৌরাস্তার মোড়। একটি মোটরসাইকেল থামে দোকানের সামনে। আর তাতে চড়ে আসেন আড়াইয়ের বছরের এক ছেলে সন্তানকে কোলে নিয়ে এক মা। তার সঙ্গী ছিলেন আরও দু’জন। নেমেই দোকানের সামনে দাঁড়িয়ে থাকা এক যুবকের সঙ্গে বচসা শুরু হয় তাদের। তার মধ্যে হঠাৎ করে ধারালো একটি ছুরি নিয়ে এক যুবকের ওপর ঝাঁপিয়ে পড়েন ওই তরুণী। এলোপাথাড়ি কোপে ঘটনাস্থলেই মারা যায় ওই যুবক। ঘটনাটি শুনে কোনো সিনামার গল্প মনে হতে পারে। কিন্তু বাস্তবেই ঘটেছে এরকম ঘটনা।

আসিফ বলত, কাউকে জানালেই খুন করা হবে তার স্বামী ও দুই ছেলেকে। আজ আমার ছেলে বাড়ি আসার পর আসিফকে ডেকে পাঠায়। আসিফ পাল্টা তাদের খোলাপোতায় যেতে বলে। ওখানে এমন কাণ্ড ঘটে। বসিরহাটের এসডিপিও অশেষ মৌর্য ঘটনাস্থলে জানান, খুনের কথা স্বীকার করেছেন ওই তরুণী। খুনে ব্যবহৃত অস্ত্রটিও উদ্ধার করেছে পুলিশ। খুনের পিছনে সব কারণই খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনায় স্থানীয় পুলিশ জানিয়েছে, তদন্ত শুরু হয়েছে। সব দিকই খতিয়ে দেখা হচ্ছে।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব