প্রকাশ: ৫ সেপ্টেম্বর ২০২০, ৩:২৪
ভালবাসার আবার বয়স কি! প্রমাণ করলেন ভারতের মধ্যপ্রদেশের ৭০ বছরের এক বৃদ্ধ ও ৫৫ বছরের এক বৃদ্ধা। হাসপাতালে ভর্তি থাকার সময় প্রেম। তারপর পরিবারের সম্মতিতে ধুমধাম করে বিয়ে।জানা যায়, মধ্যপ্রদেশের অশোকনগর জেলার একটি হাসপাতালে কিছুদিন আগে ভর্তি হয়েছিলেন উমরাও সিংহ ও গুড্ডিবাই। হাসপাতালের ওয়ার্ডে দু’জনের শয্যা ছিল পাশাপাশি। চিকিৎসার জন্য অনেক দিন ভর্তি থাকতে হয়েছিল দু’জনকেই। এক সঙ্গে কেটেছিল অনেকটা সময়। সেখান থেকেই গড়ে ওঠে সখ্য।
উমরাওয়ের বাড়ি ভুরাখেদিতে আয়োজন করা হয় বিয়ের। বেশ ধুমধাম করেই হয়েছে বিয়ের অনুষ্ঠান। সেই বিয়েতে বেজেছে বাজনা, ফুটেছে বাজি। সোনালি রঙের পাঞ্জাবিতে উমরাও ও বাদামি রঙের শাড়িতে গুড্ডিবাইকে দেখে উচ্ছ্বসিত হয়েছেন আমন্ত্রিত গ্রামবাসীও।