প্রকাশ: ২৫ জুলাই ২০২০, ৬:১৯
মহামারি করোনা ভাইরাসে ভয়াবহ বিপর্যস্ত অবস্থা ভারতের।করোনা ঠেকাতে ভারতজুড়ে জারি হয় লকডাউন।লকডাউনই দেখিয়ে দিয়েছে ভারতের গরিব মানুষের হতদরিদ্র অবস্থা। লকডাউনেই পেট চালাতে ডিম বিক্রি করতে শুরু করেছিল ভারতের মধ্যপ্রদেশের ১৪ বছর বয়সী এক কিশোর।আর সেই কিশোর 'ঘুষ' দিতে রাজি হয়নি বলে তার সঙ্গে অমানবিক ঘটনা ঘটালেন দুই পুলিশ। সেই অমানবিকতার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ্যে এসেছে। তাতে শুরু হয়েছে সমালোচনার ঝড়।
এমনকি ভিডিও সামনে এলেও এখনো ওই দুই পুলিশের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা জানা যায়নি ।আর তাতেই সামাজিক যোগাযগ মাধ্যমে অনেকেই প্রশ্ন করেছেন, 'প্রশাসন যদি সাধারণ মানুষের এই চরম দুরবস্থার সময় পাশে না থাকে, তাহলে কবে থাকবে?'