ঘুমের মধ্যে বিছানাতেই গুলি করে খুন তরুণীকে। ঘটনাটি ঘটেছে কলকাতার রিজেন্ট পার্ক থানা এলাকার আনন্দপল্লিতে। গুলির আওয়াজে ঘুম ভাঙে বাড়ির বাকি সদস্যদের। খুনি যখন পালিয়ে যাচ্ছে, তখন তাকে চিনতে পারেন তরুণীর বৃদ্ধা পিসি।মৃত তরুণীর সঙ্গে আগে সম্পর্ক ছিল যুবকের। কিন্তু সম্প্রতি সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চাইছিলেন ওই তরুণী। সেই আক্রোশ থেকেই খুন বলে প্রাথমিক ভাবে ধারণা পুলিশের।রিজেন্ট পার্ক থানার আনন্দপল্লির বাসিন্দা ২০ বছরের প্রিয়াঙ্কা পুরকায়েত। স্থানীয় ওমেনস ক্রিশ্চিয়ান কলেজের তৃতীয় বর্ষের ছাত্রী। দুই পিসি এবং মায়ের সঙ্গে থাকতেন প্রিয়াঙ্কা। বাবা বছর দেড়েক আগে মারা গিয়েছেন।
প্রিয়াঙ্কার মা রত্না বলেন, আমি এবং আমার ছোট ননদ ভোর বেলা কাজে যাওয়ার জন্য বাড়ি থেকে বেরিয়েছি। তখনই জানতে পারি মেয়েকে গুলি করেছে।রত্না এবং তার ছোট ননদ শশীবালা পরিচারিকার কাজ করেন। বাড়িতে প্রিয়াঙ্কার সঙ্গে ছিলেন তার বড় পিসি, যিনি প্রায় চলচ্ছক্তিহীন।গুলির আওয়াজ পান প্রতিবেশীরাও। তারাও ছুটে আসেন। ঘরের মধ্যে বিছানাতে রক্তাক্ত অবস্থায় পাওয়া যায় প্রিয়াঙ্কার দেহ। তার পিসির সঙ্গে কথা বলে জানতে পারেন খুনি জয়ন্ত হালদার।
পাশের পাড়ার বাসিন্দা জয়ন্তর সঙ্গে দীর্ঘ চার বছরের প্রেমের সম্পর্ক ছিল প্রিয়াঙ্কার। পুলিশকে প্রিয়াঙ্কার পরিবারের সদস্যরা জানিয়েছেন, পেশায় গাড়িচালক জয়ন্ত বেশ কয়েক বার বিয়ের জন্য চাপ দিচ্ছিল প্রিয়াঙ্কাকে। কিন্তু পড়া শেষ না করে বিয়েতে রাজি হচ্ছিলেন না প্রিয়াঙ্কা। বিয়েতে রাজি না হওয়ার কারণে সম্পর্কের অবনতি ঘটে দু’জনের। বছর খানেক আগে বিয়েও করেন নেন জয়ন্ত। তার স্ত্রী বর্তমানে অন্তঃসত্ত্বা।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বিয়ের পরও প্রিয়াঙ্কার সঙ্গে একটা ক্ষীণ যোগাযোগ থেকে গিয়েছিল জয়ন্তের। স্ত্রীকে ছেড়ে প্রিয়াঙ্কাকে বিয়ে করার প্রস্তাবও দেন জয়ন্ত। কিন্তু সেই প্রস্তাবে রাজি হননি প্রিয়াঙ্কা। তা নিয়ে গত কয়েক দিন ধরেই মনোমালিন্য চলছিল দু’জনের। প্রতিদিন ভোরে বাড়ির পিছনের দিকের দরজা খুলে কাজে চলে যেতেন রত্না এবং শশীবালা। বাইরে থেকে ভেজিয়ে রাখা হতো পিছনের দিকের দরজা। সেই দরজা দিয়েই এদিন ভোর সাড়ে ৫টার দিকে প্রিয়াঙ্কার ঘরে ঢোকে জয়ন্ত। পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে প্রিয়াঙ্কার মাথায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় প্রিয়াঙ্কার। তার পিসি অক্ষম হওয়ায় বাধা দিতে পারেননি খুনিকে।
প্রাথমিক তদন্তের পর পুলিশের ধারণা, আগে থেকেই প্রিয়াঙ্কার বাড়ির উপর নজর রাখত জয়ন্ত। জানত যে বাড়ির পিছনের দিকের দরজা এই সময় খোলা থাকে। এটাও জানত যে, প্রিয়াঙ্কার সঙ্গে থাকেন চলচ্ছক্তিহীন বৃদ্ধা পিসি। সেই সুযোগ কাজে লাগিয়েই এ দিন ঘরে ঢুকে গুলি চালায় জয়ন্ত। জয়ন্তর খোঁজে তল্লাশি চলছে। জয়ন্তের পরিবারের সদস্যদের জেরা করা হচ্ছে।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।