প্রকাশ: ২০ মে ২০২০, ৩:৫৯
মাস ছয়েক আগে বাংলায় তাণ্ডব চালিয়েছিল ঘূর্ণিঝড় বুলবুল। এ বার তাতে শেষ পেরেক পুঁতে দিল ঘূর্ণিঝড় আমপান (প্রকৃত উচ্চারণ উম পুন)। আমপানের তাণ্ডবে ধ্বংস হয়ে গিয়েছে বাংলা।
বুধবার নবান্ন থেকে বসে এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, ঝড়ের পুরোটাই বাংলার উপর দিয়ে গিয়েছে। এতে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। কমপক্ষে ১০-১২ জনের মৃত্যুর খবর মিলেছে বলেও জানান মুখ্যমন্ত্রী।
সন্ধ্যা ৭টা বেজে ২০ মিনিটে কলকাতায় আমপানের গতিবেগ ছিল সর্বোচ্চ, ঘণ্টায় ১৩৩ কিলোমিটার। সওয়া ৮টার পর পরিস্থিতি কিছুটা শান্ত হলেও, এখনও বিপদ কাটেনি বলে সতর্ক করেছেন মমতা। সূত্র: আনন্দবাজার
ইনিউজ ৭১/টি.টি. রাকিব