ইন্দো-বাংলা সীমান্তে স্থায়ী ঘাঁটি তৈরি করার পরিকল্পনা করেছে জামাত-উল-মুজাহিদিন বাংলাদেশ। তথ্যের অধিকার আইনে রাজ্য বিজেপির একটি প্রশ্নের উত্তরে এমনটাই জানাল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। অতিসম্প্রতি পশ্চিমবঙ্গের জেএমবি-র একাধিক জঙ্গি ধরা পড়েছে। মগজধোলাই করে সন্ত্রাসী নিয়োগের কাজ চালাচ্ছিল তারা।
এবার স্বরাষ্ট্রমন্ত্রকের রিপোর্টে উঠে এল আরও চাঞ্চল্যকর তথ্য। তথ্যের অধিকার আইনে জেএমবি নিয়ে জানতে চেয়েছিল রাজ্য বিজেপির মিডিয়া সেল। ওই প্রশ্নে স্বরাষ্ট্রমন্ত্রক জানিয়েছে, জিহাদ করে খিলাফত (শরিয়তি শাসন) প্রতিষ্ঠাই লক্ষ্য জামাত-উল-মুজাহিদিন বাংলাদেশের।
২০১৪ সালের ২ অক্টোবর খাগড়াগড় বিস্ফোরণ ও ২০১৮ সালের ১৯ জানুয়ারি বুদ্ধ গয়ায় বিস্ফোরণের তদন্তে স্পষ্ট হয়েছে, দুটি বিস্ফোরণের নেপথ্যে জেএমবি। অসমেও জেএমবি-র কার্যকলাপের উল্লেখ রয়েছে স্বরাষ্ট্রমন্ত্রকের জবাবে। তারা জানিয়েছে, অসমে ৫টি মামলা করা হয়েছে। সন্দেহভাজন ৫৬ জন জেএমবি জঙ্গিকে গ্রেফতার করেছে অসম পুলিস। সূত্র ঃ জিনিউজ ইন্ডিয়া
ইনিউজ ৭১/টি.টি. রাকিব
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।