গেল রোববার (১৮ আগস্ট) রাস্তায় পড়ে মাথায় চোট পেয়েছিলেন কলকাতার বাসিন্দা ৬৯ বছরের শম্ভুনাথ দাস। তাকে দ্রুত স্থানীয় আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। কিন্তু ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। হাসপাতাল কর্তৃপক্ষ যখন ওই ব্যক্তির লাশ পরিবারের কাছে হস্তান্তর করে তখন দেখা যায় লাশের চোখ নাই।
শম্ভুনাথের ছেলে সুশান্ত জানান, ময়না তদন্তের পরে যখন দেহটি আমাদের কাছে হস্তান্তর করা হয়েছিল তখন আমরা দেখতে পেলাম যে, আমার বাবার চোখ ছিল না। তিনি বলেন, আমরা যখন জিজ্ঞাসাবাদ করি তখন মর্গের কয়েকজন কর্মচারী বলেন যে তার চোখ ইঁদুরে খেয়ে নিয়েছে। তিনি বিষয়টি নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ করেছেন। পরে ঘটনা খতিয়ে দেখতে তিন সদস্যের একটি প্যানেল গঠন করা হয়েছে।
ইনিউজ ৭১/এম.আর
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।