ঈদুল আজহার বাজারে সালমান খান বিক্রি হলো ৮ লাখ রুপিতে, যা বাংলাদেশি মুদ্রায় সাড়ে ৯ লাখ টাকার সমান। আর এই সালমান হলো একটি ছাগলের নাম। টাইমস অব ইন্ডিয়া জানায়, উত্তর প্রদেশের গোরখপুরের একটি বাজারে বলিউড তারকার নামে এই ছাগলটি ওঠে।
সংবাদমাধ্যমটি জানায়, ছাগলটির বিশেষ হলো এর পশমের ওপরের একটি নকশা। যা অনেকটা আরবি ‘আল্লাহ’ শব্দটির মতো। ‘সালমান খান’ নামের কারণ হিসেবে জানানো হয়, ছাগলটি সুপারস্টার সালমান খানের মতো সুদর্শন। পশুটির ওজন ৯৫ থেকে ১০০ কেজির মধ্যে। বার্তা সংস্থা এএনআইকে বিক্রেতা বলেন, “সালমান খানকে আমরা পরিবারের সদস্য হিসেবে দেখেছি। সে বিছানার ওপর বালিশে মাথায় ঘুমাতো।”
তিনি আরও বলেন, “সালমান আমাদের মতোই খাওয়া-দাওয়া করতো। সে ঘাস বা পাতা খেতো না। চিপস, টফি ও শুকনো ফল খায়। তার পেছনে প্রতিদিন আমরা ৭ থেকে ৮শ’ রুপি ব্যয় করতাম।” ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে আরও জানা যায়, শাহরুখ খানের নামেও ছাগল বিক্রি হয়েছে।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।