
প্রকাশ: ৭ আগস্ট ২০১৯, ০:২৪

পানি-কাদায় মাখামাখি ঘরের উঠোনে মেয়েকে ফেলে লাথি মারছেন বাবা। একই সঙ্গে চলছে এলোপাতাড়ি চড় থাপ্পড়। মেয়েটিকে নির্মম একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। ঘটনাটি ঘটেছে ভারতের আসামের চামাগুড়ি এলাকায়। মেয়েকে পতিতাবৃত্তি করতে পাঠাতে চাইলে তাতে রাজি না হওয়ায় এমন নির্দয়ভাবে পেটান বাবা।
কলকাতা টুয়েন্টিফোরের এক প্রতিবেদনে জানানো হয়েছে, মেয়েটির বাবার নাম জামাল উদ্দিন। তার বিরুদ্ধে অভিযোগ, তিনি তার মেয়েকে পিটিয়ে মেরে ফেলার চেষ্টা করেছিলেন। প্রতিবেশীদের কেউ একজন সেই মুহূর্ত মোবাইলে ভিডিও করেন। পরে সেটি ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। খবর পেয়ে পুলিশ মেয়েটিকে উদ্ধার করে নওগাঁও হাসপাতালে ভর্তি করেছে। একই সঙ্গে জামাল উদ্দিনকে গ্রেফতার করা হয়েছে।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব