মশা মারার ওষুধ খাইয়ে স্ত্রীকে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। আর এ ঘটনায় স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে ভারতের আগ্রায়।
ভারতীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা গেছে, একাধিক পুরুষের সাথে স্ত্রীর প্রেমের সম্পর্ক থাকায় তা সহ্য করতে না পেরে স্ত্রীকে মশা নিরোধক ওষুধ খাইয়ে দেন। এরপর তাকে গলাটিপে হত্যা করেন তিনি।
সংবাদমাধ্যম গলফ নিউজ জানায়, ২৬ বছর বয়সী ওই যুবকের নাম সনু। তিনি স্থানীয় বাজারের একজন সবজি বিক্রেতা। নিহত স্ত্রীর নাম অঞ্জলি। নয় বছর আগে সনু ও অঞ্জলি বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তাদের চার এবং ছয় বছর বয়সী দুটি সন্তান রয়েছে।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।