মাতাল এক ব্যক্তিকে কামড়ে উল্টো সাপই মারা গেছে। কারণ ওই ব্যক্তি উল্টো সাপকে কামড়ে টুকরো টুকরো করে ফেলেন। রোববার (২৮ জুলাই) ভারতের উত্তরপ্রদেশের এতাহ জেলার একটি গ্রামে এই ঘটনা ঘটে।
ব্রিটিশ সংবাদমাধ্যম ইন্ডিপেন্ডেন্ট জানায়, এতাহ জেলার এক গ্রামের বাসিন্দা রাজ কুমার ঘটনার সময় মাতাল ছিলেন। এসময় একটি সাপ বাড়িতে ঢুকে তাকে কামড় দেয়। পরে সাপটিকে ধরে কামড়ে টুকরো টুকরো করে ফেলেন তিনি। রাজ কুমারের বাবা বাবু রাম বলেন, 'আমার ছেলে মাতাল ছিল। এমন সময় একটি সাপ আমাদের বাড়িতে ঢুকে এবং রাজ কুমারকে কামড় দেয়। পরে সে সাপটিকে কামড়ে কয়েক টুকরো করে। তার অবস্থা আশঙ্কাজনক।'
হাসপাতালের এক চিকিৎসক বলেন, একজন রোগী আমার কাছে এসে জানান যে, তিনি একটি সাপকে কামড় দিয়েছেন। আমি ভুল বুঝেছিলাম যে, সাপ তাকে কামড় দিয়েছে। তার অবস্থা গুরুতর। পরে তাকে অন্য একটি হাসপাতালে পাঠানো হয়েছে।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।