'জয় শ্রীরাম' না বলায় মুসলিম কিশোরের গায়ে আগুন

নিজস্ব প্রতিবেদক
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: সোমবার ২৯শে জুলাই ২০১৯ ০৬:৪৫ অপরাহ্ন
'জয় শ্রীরাম' না বলায় মুসলিম কিশোরের গায়ে আগুন

ভারতে ধর্মের দোহাই দিয়ে সহিংসতার ঘটনায় নয়া সংযোজন হলো উত্তরপ্রদেশে। 'জয় শ্রী রাম' না-বলায় ১৫ বছরের এক মুসলিম কিশোরকে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়ার অভিযোগ উঠল চারজনের বিরুদ্ধে। যদিও যোগী আদিত্যনাথের রাজ্যের পুলিশ এই অভিযোগ অস্বীকার করেছে। জানা গেছে, উত্তর প্রদেশের চান্দাউলি জেলায় আক্রান্ত কিশোরকে আশঙ্কাজনক অবস্থায় কাশির কবীর চৌরা হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার শরীরের ৬০%-ই পুড়ে গিয়েছে। হাসপাতালে দেওয়া বক্তব্যে কোনওক্রমে ছেলেটি জানিয়েছে, তাকে জয় শ্রী রাম বলতে জোর করা হয়েছিল। তা না-বলায় তাকে প্রথমে বেধড়ক মারধর করা হয়। তারপর তার গায়ে আগুন ধরিয়ে দেওয়া হয়।

যদিও চান্দৌলি পুলিশের দাবি, ছেলেটির বর্ণনা পরস্পরবিরোধী। পুলিশ সুপার সন্তোষ কুমার সিং দাবি করেছেন, ছেলেটির কথা মিথ্য। সে নিজেই তার গায়ে আগুন লাগিয়েছে। তিনি বলেন, '৪৫% পোড়ার ক্ষত নিয়ে হাসপাতালে ভর্তি হয় ছেলেটি। একেক জনকে সে একেক রকম বয়ান দিচ্ছে। মনে হচ্ছে, ওকে শিখিয়ে দেওয়া হয়েছে।’

তিনি বলেন, ‘ও যেখানে যেখানে থাকার কথা বলেছে, সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে সেখানে কোথাও সে নেই। প্রথমে সে বলেছিল মহারাজপুর গ্রামে তার সঙ্গে চারজনের দেখা হয়। তারা ছেলেটির গায়ে আগুন ধরিয়ে দেয়। আবার পরে সে জানায় হাতিজায় চারজন মোটক সাইকেলে চেপে এসে তাকে অপহরণ করেছিল।' পুলিশের দাবি, এই দুটি জায়গা একেবারে দুই অভিমুখে।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব