গরু জবাই করাই ৫ মুসলিম ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ভারতের উত্তর প্রদেশের পুলিশ। বহুজন সমাজ পার্টির (বিএসপি) এক নারী বিধায়কের মালিকানাধীন খামারবাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়। ইন্ডিয়া টু ডে জানায়, মায়াবতীর দলের বিধায়ক রুচি ভেরার খামার বাড়িতে গরু জবাই করার ঘটনায় ১৩ জনের বিরুদ্ধে অভিযোগ আনে পুলিশ।
খামারবাড়িতে অভিযান চালায় পুলিশ ৫ জনকে গ্রেপ্তার করে। বাকি ৮ জন পালিয়ে যায়। এ সময় দুইশ' কেজি গরু মাংস জব্দ করে পুলিশ। পুলিশ কর্মকর্তা লক্ষ্মী নিভাস মিশ্র জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাতে বিধায়কের খামারবাড়িতে অভিযান চালায় পুলিশ। সেখানে গরু জবাই করা হচ্ছিল। এ ঘটনার সঙ্গে বিধায়কের সম্পৃক্ততা খতিয়ে দেখা হবে।
ইনিউজ ৭১/এম.আর
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।