প্রাথমিকে ঢুকলেই শিক্ষকদের বেতন ২৯ হাজার টাকা!

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: শুক্রবার ২৬শে জুলাই ২০১৯ ১০:২২ অপরাহ্ন
প্রাথমিকে ঢুকলেই শিক্ষকদের বেতন ২৯ হাজার টাকা!

ঘোষণা অনুযায়ী প্রাথমিক শিক্ষকদের বেতন বাড়াল রাজ্য সরকার। গতকাল বৃহস্পতিবার শিক্ষকদের গ্রেড পে ২৬০০ টাকা থেকে বাড়িয়ে ৩৬০০ টাকা করা হয়েছে। কিন্তু সর্বভারতীয় হারে বেতন এবং অন্যান্য দাবিতে যে-সব শিক্ষক-শিক্ষিকা অনশন চালিয়ে যাচ্ছেন, তারা আন্দোলনে অনড়।

নজরুল মঞ্চে তৃণমূলের প্রাথমিক শিক্ষা সমিতির এক অনুষ্ঠানে বেতন বৃদ্ধির সিদ্ধান্ত ঘোষণা করেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তিনি বলেন, ‘২৬০০ টাকা থেকে বাড়িয়ে ৩২০০ টাকা গ্রেড পে করার অনুমোদন আগেই মিলেছিলো। পরে গ্রেড পে ৩৬০০ টাকা করার সুপারিশ মুখ্যমন্ত্রীর দপ্তরে পাঠানো হয়। সেই বিষয়েও অনুমোদন মিলেছে।’

এতদিন প্রাথমিক স্তরে শিক্ষকতায় যোগ দিলে শুরুতেই সব মিলিয়ে প্রায় ২১ হাজার টাকা বেতন পাওয়া যেত। তৃণমূলের প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি অশোক রুদ্রের হিসেব, বেতন বৃদ্ধির সিদ্ধান্ত অনুযায়ী ৩৬০০ টাকা গ্রেড পে হলে শুরুতেই একজন প্রাথমিক শিক্ষকের বেতন হবে প্রায় ২৯ হাজার টাকা। অর্থাৎ এক লাফে বৃদ্ধি প্রায় আট হাজার। নতুন সিদ্ধান্তে প্রায় এক লাখ ৮৫ হাজার শিক্ষক-শিক্ষিকা উপকৃত হবেন।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব