ভারতের উত্তর প্রদেশের কয়েকটি জেলায় রোববার (২১ জুলাই) বজ্রপাতে ৩২ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে অন্তোত ১২ জন। শনিবারও বজ্রঘাতে একজনের মৃত্যু হয়। রাজ্য সরকারের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, রোববার বজ্রপাতের শিকার হয়েছেন কানপুর ও ফতেহপুরে সাতজন করে, ঝাঁসিতে পাঁচজন, জালাউনে চারজন, হামিরপুরে তিনজন, গাজীপুরে দুইজন, আর জৌনপুর, প্রতাপগড়, কানপুর দেহাত ও চিত্রকুটে একজন করে।
উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ রাজ্যে এসব প্রাণহানির ঘটনায় শোকপ্রকাশ করেছেন। ঘটনার শিকার প্রত্যেক পরিবারকে চার লাখ রুপি করে সহায়তার নির্দেশ দিয়েছেন তিনি। উত্তর প্রদেশ ছাড়াও, রোববার রাজস্থানের পলি জেলার একটি গ্রামীণ এলাকায় অন্তত ২৬ জন শ্রমিক আহত হয়েছে। স্থানীয় হাসপাতালে তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে। উল্লেখ, ভারতে প্রতিবছর বজ্রপাতে আড়াই হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়।
ইনিউজ ৭১/এম.আর
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।