
প্রকাশ: ৯ জুলাই ২০১৯, ৪:১৩

ভারতের গুজরাটে এক ট্রেন একটি গরুকে ধাক্কা দেয়ায় ট্রেনের চালককে বেধড়ক মারধর করেছেন গোরক্ষকরা। শনিবার সিধপুর ও মেহসানায় গোয়ালিয়র-অহমেদাবাদ সুপারফাস্ট ট্রেনের চালক জিএ ঝালা এই মারধরের শিকার হন বলে জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া। মেহসানা গভর্নমেন্ট রেলওয়ে পুলিশের কাছে করা অভিযোগে বলা হয়, শনিবার সকাল সোয়া ১১টার দিকে সিধপুরের কাছাকাছি গরুটি হঠাৎ ট্রেনের সামনে চলে আসে।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব