বাড়িতে শোকের আবহাওয়া। কেউ কেউ প্রস্তুত হচ্ছেন দাফনের জন্য। হঠাৎ একজন দেখতে পেলেন নড়ে উঠছে ‘মৃতদেহ’! ঘটনাটি উত্তর প্রদেশের সুলতানপুরের। সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন মোহাম্মদ ফুরকান। চিকিৎসার জন্য তাকে বেসরকারি একটি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখানে সপ্তাহখানেক ধরে চিকিৎসা চলার পর সোমবার তাকে মৃত বলে ঘোষণা করে হাসপাতাল কর্তৃপক্ষ। ফুরকানকে নড়তে দেখে আবার ওই হাসপাতালে নেওয়া হয়। প্রয়োজনীয় অক্সিজেন দিয়ে তাকে রেফার করা হয় অন্য একটি হাসপাতালে। বর্তমানে সেখানেই ভর্তি আছেন তিনি।
ফুরকানের ভাই ইরফান বলেন, ‘এই ঘটনায় মানসিকভাবে বিধ্বস্ত হয়ে পড়েছি আমরা। প্রথমে ভাইয়ের মৃত্যুর খবর শুনে সবাই হতবাক হয়ে পড়েছিলাম। পরে নিজেদের সামলে ওকে কবর দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। সেসময় কয়েকজন দেখে ফুরকানের শরীর নড়ছে। সঙ্গে সঙ্গে ওকে রাম মনোহর লোহিয়া হাসপাতালে নিয়ে যাই। সেখানে পরীক্ষা করার পর ওখানকার ডাক্তাররা জানান, ফুরকান জীবিত আছে।’ ‘গত ২১ তারিখ দুর্ঘটনার পরে ভাইকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেছিলাম। ওখানে চিকিৎসার জন্য আমাদের থেকে মোট সাত লক্ষ টাকা নেওয়া হয়েছিল। রোববার আরও টাকা দাবি করে হাসপাতাল কর্তৃপক্ষ। কিন্তু আমাদের কাছে আর টাকা ছিল না। বিষয়টি তাদের জানাতেই সোমবার ভাইকে মৃত ঘোষণা করা হয়।’
ইনিউজ ৭১/এম.আর
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।