
প্রকাশ: ১৫ জুন ২০১৯, ২২:৩২

ভারতের পূর্ব ঝাড়খণ্ড রাজ্যে সন্দেহভাজন মাওবাদীদের হামলায় পাঁচ পুলিশ সদস্য নিহত হয়েছেন। শুক্রবার এ হামলার ঘটনা ঘটেছে বলে এএফপির খবরে বলা হয়েছে। রাজ্যের সিনিয়র পুলিশ কর্মকর্তা এম. লি মীনা বলেন, একটি মার্কেটে পুলিশ টহল দিচ্ছিল। এ সময় বিদ্রোহীরা তাদের প্রথম নিরস্ত্র করে খুব কাছ থেকে গুলি করে হত্যা করে। তাদের হত্যা করে অস্ত্র লুট করে নেয়া হয়েছে বলে তিনি দাবি করেন। ‘হত্যাকাণ্ডের পর মাওবাদীরা পালিয়ে গেছে। তাদের ধরতে অতিরিক্ত বাহিনী সেখানে পাঠানো হয়েছে।’

ইনিউজ ৭১/টি.টি. রাকিব