মোদি শপথ নেবেন ৩০ মে

নিজস্ব প্রতিবেদক
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: শনিবার ২৫শে মে ২০১৯ ১২:৩২ অপরাহ্ন
মোদি শপথ নেবেন ৩০ মে

ভারতের সপ্তদশ লোকসভা নির্বাচনে জয় পেয়েছে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ  (ন্যাশনাল ডেমোক্র্যাটিক অ্যালায়েন্স)। আরও বেশি আসন নিয়েই দ্বিতীয়বার ভারতের প্রধানমন্ত্রীর দায়িত্ব নিতে চলেছেন নরেন্দ্র মোদী। ৩০ মে নতুন প্রধানমন্ত্রী পদে শপথ নিবেন নরেন্দ্র মোদী। আজ কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠক হবে দিল্লিতে। বৈঠকে থাকবেন নরেন্দ্র মোদী। সমস্ত কেন্দ্রীয় মন্ত্রীকে সেই বৈঠকে যোগ দিতে বলা হয়েছে। এ দিনের বৈঠকে কেন্দ্রের পরবর্তী সিদ্ধান্তগুলি নিয়ে আলোচনা করা হবে। আজকের বৈঠকে নেতা নির্বাচিত হলে প্রধানমন্ত্রী হিসেবে রাষ্ট্রপতির কাছে সরকার গঠনের অনুমতি চাইবেন নরেন্দ্র মোদি। অনুমতি পাওয়ার পর আগামী সরকারের শপথ অনুষ্ঠানের দিন নির্ধারণ করা হবে।

উল্লেখ্য, সাত দফায় অনুষ্ঠিত ভারতের ১৭তম লোকসভা নির্বাচনের ভোট গণনা হয় গত ২৩ মে। এদিন নির্বাচন কমিশনের দেওয়া ফল অনুযায়ী ৫৪২টি আসনের মধ্যে ৩৫১টি আসনে এগিয়ে রয়েছে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট। নিরঙ্কুশ এই জয়ের পর শুক্রবার মন্ত্রিসভার সদস্যদের নিয়ে রাষ্ট্রপতির সাথে দেখা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

ইনিউজ ৭১/এম.আ