সাদা শার্ট ও কালো প্যান্ট পরা এক ব্যক্তিকে লাটি দিয়ে পেটাচ্ছে অপর এক ব্যক্তি। কোনোভাবে ছাড়িয়ে পালাচ্ছে বেচারা। কিন্তু পেছন থেকে টেনে ধরে জুতাপেটা করতে করতে মাটিতে লুটিয়ে ফেলে তাকে।
ভারতের ঝাড়খণ্ডের জামশেদপুরের ম্যাঙ্গো এলাকায় সম্প্রতি এ ঘটনা ঘটেছে। ওই ঘটনার দৃশ্য ভিডিও ধারন করে সামাজিক মাধ্যমে প্রকাশ করা হয়েছে। অল্প সময়ের মধ্যেই সেই ভিডিও ভাইরাল হয়েছে।
ভারতীয় গণমাধ্যম এএনআই বলছে, ভারতের দুর্নীতি দমন ব্যুরোর কর্মকর্তা হিসেবে পরিচয় দিয়ে নারীর কাছে ৫০ হাজার টাকা ঘুষ দাবি করেছিলেন ওই ব্যক্তি। তাকে টাকা দেয়ার কথা বলে ডেকে আনেন ওই নারী। মারপিটের পর ঘুষ দাবি করা ও ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। তাকে গ্রেফতারের উদ্দেশেই টাকা দেয়ার কথা বলে ডেকে আনেন তিনি।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।