হাকিমপুরে ঈদ উপহার হিসেবে ৩ হাজার ৮১ পরিবারে চাল বিতরণ

নিজস্ব প্রতিবেদক
গোলাম রব্বানী, নিজস্ব প্রতিনিধি (দিনাজপুর)
প্রকাশিত: বুধবার ১৯শে মার্চ ২০২৫ ১১:৫৩ পূর্বাহ্ন
হাকিমপুরে ঈদ উপহার হিসেবে ৩ হাজার ৮১ পরিবারে চাল বিতরণ

আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দিনাজপুরের হাকিমপুর হিলি পৌরসভায় ৩ হাজার ৮১টি দরিদ্র, অসহায় ও দুস্থ পরিবারের মাঝে বিনামূল্যে চাল বিতরণ করা হয়েছে। বর্তমান সরকারের বিশেষ বরাদ্দে ভিজিএফ কর্মসূচির আওতায় এই চাল বিতরণ করা হয়। বুধবার (১৯ মার্চ) সকাল ১০টায় পৌরসভা চত্বরে আনন্দঘন পরিবেশে এই কার্যক্রমের উদ্বোধন করেন পৌরসভার সহকারী প্রকৌশলী মো. হাবিবুর রহমান।  


চাল বিতরণ অনুষ্ঠানে পৌরসভার আব্দুর রাজ্জাক, আরশাদ আলী, সাইফুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পৌরসভার মাঠপাড়া এলাকার জোৎসানা বেগম বলেন, ঈদের আগে সরকারের পক্ষ থেকে ১০ কেজি চাল পেয়ে তিনি খুব খুশি। এই চাল ঈদের আনন্দকে আরও বাড়িয়ে দিয়েছে বলে তিনি জানান।  


হাকিমপুর পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায় জানান, জেলা প্রশাসক মো. রফিকুল ইসলামের দিকনির্দেশনা অনুযায়ী এই চাল বিতরণ করা হয়েছে। তিনি বলেন, ঈদের আনন্দ সবাই ভাগ করে নেওয়ার জন্য সরকারের পক্ষ থেকে এই উদ্যোগ নেওয়া হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মাধ্যমে মানবিক সহায়তা কর্মসূচির আওতায় এই চাল বিতরণ করা হয়েছে।  


হাকিমপুর হিলি পৌরসভার ৯টি ওয়ার্ডে মোট ৩ হাজার ৮১ জনকে ১০ কেজি করে চাল প্রদান করা হয়েছে। এই চাল বিতরণের মাধ্যমে দরিদ্র ও অসহায় পরিবারগুলো ঈদের আনন্দে সামিল হতে পারবে বলে আশা প্রকাশ করেন স্থানীয় প্রশাসন।  


স্থানীয় বাসিন্দারা সরকারের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তারা বলেন, এই চাল বিতরণের মাধ্যমে ঈদের আনন্দ আরও বেড়েছে। দরিদ্র পরিবারগুলো ঈদের প্রস্তুতি নিতে পারবে বলে তারা জানান।  


এই চাল বিতরণ কর্মসূচি সরকারের সামাজিক নিরাপত্তা বেষ্টনীর একটি অংশ। ঈদ উপলক্ষে দরিদ্র ও অসহায় পরিবারগুলোর পাশে দাঁড়ানোর জন্য সরকারের এই উদ্যোগ প্রশংসা কুড়িয়েছে। স্থানীয় প্রশাসন ও পৌরসভার কর্মকর্তারা এই কর্মসূচি সফলভাবে বাস্তবায়নে ভূমিকা রেখেছেন।  


গোলাম রব্বানী, হিলি, দিনাজপুর প্রতিনিধি, ০১৭৭৪১৯৮২৭২।