প্রকাশ: ৫ মার্চ ২০২০, ৪:৫০
বিশ্বজুড়ে করোনাভাইরাসের প্রাদুর্ভাব বাড়তে থাকায় বিদেশ সফর স্থগিত করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রবিশ কুমার এ তথ্য নিশ্চিত করেছেন।
এখন পর্যন্ত ভারতে করোনাভাইরাস বা কভিড-১৯ রোগে আক্রান্ত হওয়ার ৩০টি ঘটনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ১৫ ইতালীয় পর্যটকও রয়েছেন। অন্যদিকে ইউরোপের দেশ বেলজিয়ামে বুধবার পর্যন্ত অন্তত ২৩ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে বলে নিশ্চিত করেছে দেশটির কর্তৃপক্ষ।ভারতের করোনাভাইরাস ছড়িয়ে পড়ায় দিল্লিতে সব ধরনের প্রাথমিক বিদ্যালয় আগামী ৩১ মার্চ পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে।