ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজবাড়ী-১ আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী এডঃ মোঃ নূরুল ইসলাম গোয়ালন্দে গণসংযোগ ও নির্বাচনী প্রচারণা চালিয়েছে।
বুধবার (২৮ জানুয়ারি) সকাল থেকেই নেতাকর্মীদের সাথে নিয়ে সাধারণ ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে দাঁড়িপাল্লা মার্কায় ভোট চান।গণসংযোগ ও নির্বাচনী প্রচারণাকালে এডঃ মোঃ নূরুল ইসলাম গরিব-দুঃখী ও অসহায় মানুষের পাশাপাশি ধনী-দরিদ্র, গ্রাম-শহর, মাঠের মানুষের বাড়ি বাড়ি ও দ্বারপ্রান্তে ছুটে গিয়ে তিনি সবার সঙ্গে কুশল বিনিময় করেন, ন্যায়ভিত্তিক সমাজ গঠন, ইনসাফ ভিত্তিক সমাজ গঠনের বার্তা পৌঁছে দেন এবং দাঁড়িপাল্লার পক্ষে ভোট চান। তিনি আরও বলেন, আগামী সংসদ নির্বাচনে জামায়াত সরকার গঠনের সুযোগ পেলে শোষণ মুক্ত,দুর্নীতি মুক্ত সন্ত্রাস মুক্ত, বৈষম্য হীন একটা সমাজ উপহার দেওয়া হবে।
এসময় তিনি উপজেলার বাজার, বাসস্ট্যান্ড, পৌরসভা, পৌর জামতলা, উপজেলার বিভিন্ন সরকারি দপ্তর, কলেজ, হাসপাতাল সহ বিভিন্ন স্থানে গিয়ে গিয়ে ভোটারদের নিকট ভোট চান।
গণসংযোগকালে আরো উপস্থিত, উপজেলা জামায়াতে ইসলামীর আমির গোলাম আজম মীর মালত, পৌরসভা জামায়াতে আমির মাওলানা মো. জালাল উদ্দিন প্রামানিক, সাংগঠনিক সম্পাদক মেহেদুল হোসেন আক্কাস, দৌলতদিয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক আবু সাইদ সোহাগ সহ বিভিন্ন ওয়ার্ড ইউনিয়নের অন্যান্য নেতৃবৃন্দ সহ রাজবাড়ী জেলা ও গোয়ালন্দ উপজেলার এনসিপির নেতাকর্মী প্রমুখ।