কুড়িগ্রামের ভূরুঙ্গামারী থেকে হাতকড়া সহ পলিয়ে যাওয়া মাদক কারবারি দম্পতিকে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত ৫ জানুয়ারি তারা হাতকড়া সহ পালিয়ে যায়। হাতকড়া সহ পালানোর ৩৭ দিন পর গত বুধবার ১২ ফেব্রুয়ারি পুলিশ তাদেরকে গ্রেপ্তার করে। বৃহস্পতিবার ১৩ ফেব্রুয়ারি তাদেরকে কুড়িগ্রাম জেলা আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। হাতকড়া সহ আসামী পালিয়ে যাওয়ার ঘটনায় ওই সময় ৬ পুলিশ সদস্যকে ক্লোজড করা হয়েছিল।
পুলিশ জানায়, গত ৫ জানুয়ারি ভূরুঙ্গামারী উপজেলার চর ভূরুঙ্গামারী ইউনিয়নের বাবুরহাট বাজার এলাকায় মাদক বিরোধী বিশেষ অভিযান চালানো হয়। এসময় ১ হাজার ৬২০ পিস ইয়াবা সহ মাদক কারবারি দম্পতি হাফিজুল ইসলাম (২২) ও সমেলা বেগমকে (২০) গ্রেপ্তার করা হয়।
মাদক কারবারি দম্পতিকে থানায় নিয়ে আসার সময় তাদের আত্মীয়-স্বজন ও কিছু সংখ্যক উশৃংখল ব্যক্তি আসামীসহ পুলিশের পথ রোধ করে বিশৃঙ্খলা সৃষ্টি করে। এসময় মাদক কারবারি দম্পতি হাতকড়া সহ পালিয়ে যায়। পুলিশ গত ৭ জানুয়ারি শুধুমাত্র হাতকড়া উদ্ধার করে। মাদক কারবারি দম্পতি অধরা থেকে যায়।
গত বুধবার ১২ ফেব্রুয়ারি পলাতক মাদক কারবারি দম্পতি হাফিজুল ও সমেলা বেগমকে চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকার চান্দগাঁও থানা পুলিশের সহায়তায় চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার ১৩ ফেব্রুয়ারি তাদেরকে ভূরুঙ্গামারী থানায় নিয়ে আসা হয় এবং আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী সার্কেল সহকারী পুলিশ সুপার মো. মাসুদ রানা পলাতক মাদক কারবারি দম্পতিকে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।