
প্রকাশ: ২৬ অক্টোবর ২০১৯, ৩:৫

একেবারেই অকল্পনীয় ঘটনা! খেলতে খেলতে পরিত্যক্ত কূপে পড়ে যায় দুই বছর বয়সী এক শিশু। একদিন পার হয়ে গেলেও এখনো শিশুটিকে উদ্ধার করা সম্ভব হয়নি। শুক্রবার বিকেলে ঘটনাটি ঘটেছে ভারতের তামিলনাড়ুর তিরুচিরাপল্লি জেলার মানাপ্পারাই শহরের অদূরে নাদুক্কাট্টুপাট্টি গ্রামে। এরই মধ্যে দু’টি উদ্ধারকারী দল সেখানে পৌঁছেছে। উদ্বিগ্ন মুখে ওই কূপের চারপাশে ভিড় করে আছেন গ্রামবাসীরা। জানা গেছে, বিকেলে বাড়ির অদূরেই বাবার সঙ্গে খেলছিল শিশু সুরজিত্ উইলসন। সেখানেই ছিল ২৫ ফুট গভীর একটি পরিত্যক্ত কূপ।
ঘটনাস্থল পরিদর্শ ন করেছেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী বিজয় ভাস্কর, পর্যটনমন্ত্রী ভেল্লামান্দি নটরাজন এবং তিরুচির কালেক্টর এস সিবারাসু। ঘটনাস্থলে দাঁড়িয়ে তারা উদ্ধারকাজ তদারকি করছেন।

জানা গেছে, মাদুরাই থেকে উদ্ধারকারীদের একটি দল সেখানে গেছে। তাদের অত্যাধুনিক নানা যন্ত্রসামগ্রীও রয়েছে। তা দিয়েই শিশুটিকে নিরাপদে বের করে আনার চেষ্টা চলছে। এছাড়া উদ্ধারের পর দ্রুত চিকিত্সা দেওয়ার জন্য পাঁচটি মেডিক্যাল টিমও সেখানে রয়েছে।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব