ভারতের আসাম রাজ্যের চূড়ান্ত নাগরিকত্ব (এনআরসি) তালিকা প্রকাশের পর প্রথম বলি হলেন করিমগঞ্জ জেলার বদরপুরের ফয়জুর রহমান। তালিকায় নিজের নাম না দেখে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন তিনি। আনন্দবাজার জানায়, শনিবার তালিকায় নাম না থাকার খবর পেয়েই থমকে যান ফয়জুর। সারাদিন কথাবার্তা প্রায় বন্ধই ছিল। খাবারও খাননি তিনি। রবিবার ভোরে মিলল তার মৃতদেহ। রাতের কোনো একসময় হৃদ্রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৫৮ বছরের প্রৌঢ়ের। চূড়ান্ত তালিকা প্রকাশের পর এনআরসির প্রথম বলি ফয়জুর।
পারিবারিক সূত্রে জানা গেছে, ১৯৬০ সালে কেনা জমির দলিল দিয়েছিলেন নাগরিকত্বের প্রমাণ হিসেবে। কিন্তু পরিবারের সাতজনের কারও আসেনি। এনআরসি তালিকা প্রকাশের আগেই নাম না থাকার শঙ্কায় শনিবার আত্মহত্যা করেন শোণিতপুরের শায়েরা বেগমও। যদিও পরে জানা গিয়েছিল, তালিকায় নাম ছিল শায়েরার। উল্লেখ্য, গত ৩১ আগস্ট আসামের বিতর্কিত এনআরসি তালিকা প্রকাশ করা হয়। তালিকা থেকে বাদ পড়া ১৯ লাখ ৬ হাজার অসমীয় এখন রাষ্ট্রহীন হওয়ার ঝুঁকিতে পড়েছে।
ইনিউজ ৭১/এম.আর
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।