নওগাঁর বদলগাছী উপজেলার মিঠাপুর ইউনিয়নের হাজিপুর গ্রামে বাড়ির উঠানে গাঁজা চাষের অপরাধে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। বুধবার (২২ জানুয়ারি) বিকেলে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গাঁজা চাষের সঙ্গে জড়িত এনামুল হক (৪০) নামে এক ব্যক্তিকে আটক করে। এনামুল মিঠাপুর হাজিপাড়া গ্রামের মৃত তজির মন্ডরের ছেলে এবং পেশায় তিনি ভ্যান চালক।
স্থানীয় সূত্রে জানা যায়, এনামুল হক গত এক বছর ধরে নিজের বাড়ির উঠানে আম গাছের পাশাপাশি গাঁজার গাছ লাগিয়ে তার পরিচর্যা করছিলেন। গোপন খবরের ভিত্তিতে বদলগাছী থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল মমিন সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে ঘটনাস্থলে পৌঁছান এবং গাঁজার গাছসহ তাকে আটক করে থানায় নিয়ে আসেন।
এনামুল হক দাবি করেন, তিনি শখ করে একটি গাঁজার গাছ লাগিয়েছিলেন এবং তা এক বছর ধরে পরিচর্যা করে আসছেন। গাছটির ফলও ধরেছে, তবে কেন তিনি গাঁজার গাছ চাষ করেছেন, সে বিষয়ে তিনি সঠিক কোনো জবাব দিতে পারেননি।
বদলগাছী থানার এসআই আব্দুল মমিন বলেন, “আমরা গোপন সংবাদের ভিত্তিতে খবর পাই যে, এনামুল হক তার বাড়ির আঙিনায় গাঁজার চাষ করছেন। আমরা সেখানে গিয়ে গাঁজার গাছসহ তাকে আটক করি। বর্তমানে তাকে থানায় নিয়ে আসা হয়েছে এবং প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের পর তাকে জেল হাজতে প্রেরণ করা হবে।”
এই ঘটনায় এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়েছে এবং স্থানীয়রা মনে করছেন যে, গাঁজা চাষের মতো অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ প্রয়োজন।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।