মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মূর্তিতে প্রতিদিন পূজা দেন ভারতের এক ভক্ত। আর পূজা করার জন্য তিনি বাড়ির বাইরে ছয় ফুটের একটি মূর্তিও বানিয়েছেন। ট্রাম্পের ভারত সময়ের সময় তার সঙ্গে দেখার করার জন্য সরকারের প্রতি আহ্বানও জানিয়েছেন দেশটির তেলেঙ্গানার জনগাঁওয়ের বুসা কৃষ্ণ নামের ওই বাসিন্দা।
এনডিটিভি জানিয়েছে, বুসা ভারত সরকারের কাছে আপিল জানিয়ে বলেছেন, আমি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করতে চাই এবং সরকারের কাছে আমার আবেদন আমার স্বপ্নপূরণ করতে সাহায্য করুন।
তিনি আরও বলেন, আমি চাই ভারত ও আমেরিকা সম্পর্কে সুদৃঢ় হোক। প্রতি শুক্রবার আমেরিকার রাষ্ট্রপতির আয়ু বর্ধনের জন্য ব্রত রাখি আমি। এছাড়াও আমি ট্রাম্পের একটা ছবি সবসময় নিজের কাছে রাখি।
বুসার বন্ধু রমেশ রেড্ডি জানান, ট্রাম্পের জন্য এমন পাগলামির কারণে গ্রামের মানুষের কাছে বুসা, ট্রাম্প নামেই বেশি পরিচিত। শুধু তাই নয়, বুসার বাড়ির নামও ট্রাম্প হাউস। প্রসঙ্গত, দুই দিনের রাষ্ট্রীয় সফরে ২৪ ফেব্রুয়ারি ভারত আসছেন ট্রাম্প।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।