অপারেশনের বেডে রোগী, টিকটক করছে ডাক্তার-নার্স

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: মঙ্গলবার ২৮শে জানুয়ারী ২০২০ ০১:৪২ অপরাহ্ন
অপারেশনের বেডে রোগী, টিকটক করছে ডাক্তার-নার্স

অপারেশন একজন রোগীর জন্য যতোটা গুরুত্বপূর্ণ বিষয় তারচেয়েও বেশি গুরুত্বপূর্ণ দায়িত্বরত ডাক্তার এবং নার্সদের জন্য। সম্প্রতি অপারেশনের সময় ডাক্তার ও নার্সের টিকটকের কয়েকটি ভিডিও সামাজিক মাধ্যমে প্রকাশ পেয়েছে। ভিডিওগুলো মুহূর্তেই ভাইরাল হয়ে যায় এবং তীব্র আলোচনার সৃষ্টি করে।

ভিডিওতে দেখা গেছে, অপারেশনের বেডে রোগীর অপারেশন চলছে। এরইমধ্যে গানের সঙ্গে তাল মিলিয়ে নেচে-গেয়ে উঠছেন ওই ডাক্তার এবং নার্স। তবে মুখ ঢাকা থাকায় তাদের সনাক্ত করা যায়নি। এমনকি ভিডিও কোন হাসপাতালের তাও জানা যায়নি। 

ফেসবুকে ভিডিওটি প্রকাশের পর পোস্টের কমেন্টে সমালোচনার ঝড় বয়ে যায়।

ইনিউজ ৭১/এম.আর