শ্রীমঙ্গল প্রেসক্লাব নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট ১৫ জানুয়ারি

নিজস্ব প্রতিবেদক
এহসান বিন মুজাহির জেলা প্রতিনিধি , মৌলভীবাজার
প্রকাশিত: বুধবার ১লা জানুয়ারী ২০২৫ ০৬:৩৯ অপরাহ্ন
শ্রীমঙ্গল প্রেসক্লাব নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট ১৫ জানুয়ারি

মৌলভীবাজারের শ্রীমঙ্গল শহরের ঐতিহ্যবাহী ‘শ্রীমঙ্গল প্রেসক্লাব’-এর কার্যকরী কমিটির দ্বি-বার্ষিক নির্বাচন (২০২৫-২০২৬) এর তফসিল ঘোষণা করা হয়েছে। বুধবার (১ জানুয়ারি) দুপুরে প্রেসক্লাবের এমবিএ বেলাল-গোপাল দেব চৌধুরী কনফারেন্স রুমে নির্বাচন কমিশনার ও উপজেলা সমাজসেবা অফিসার মোঃ সুয়েব হোসেন চৌধুরী এই তফসিল ঘোষণা করেন।


ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র সংগ্রহের তারিখ নির্ধারণ করা হয়েছে ৫ জানুয়ারি সকাল ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। মনোনয়নপত্র জমা দেওয়ার সময়সীমা ৬ জানুয়ারি সকাল ১১টা থেকে দুপুর ২টা। একইদিন বেলা ৩টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র বাছাই হবে। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ৭ জানুয়ারি সকাল ১১টা থেকে বেলা ২টা পর্যন্ত। চূড়ান্ত প্রার্থী তালিকা ৮ জানুয়ারি বিকেল ৪টায় প্রকাশিত হবে। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১৫ জানুয়ারি সকাল ১১টা থেকে বেলা ২টা পর্যন্ত।


আগামী দ্বি-বার্ষিক নির্বাচনে শ্রীমঙ্গল প্রেসক্লাবের ২৭ জন সদস্য তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। ভোটের মাধ্যমে ১৫ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হবে।


শ্রীমঙ্গল প্রেসক্লাব প্রতিষ্ঠার ইতিহাসেও রয়েছে গৌরবোজ্জ্বল অধ্যায়। ১৯৭৬ সালের ২৫ জুন প্রতিষ্ঠিত এই প্রেসক্লাব শ্রীমঙ্গলের গণমাধ্যম কর্মীদের ঐক্য ও পেশাগত দক্ষতার প্রতীক হিসেবে বিবেচিত হয়। এ বছরেও নির্বাচনের পরিবেশ সুষ্ঠু ও প্রতিযোগিতামূলক রাখতে নির্বাচন কমিশনারের পক্ষ থেকে যাবতীয় প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।