প্রকাশ: ১৫ মে ২০২০, ১৭:৪২
ভারতের অন্ধ্রপ্রদেশের প্রকাশম জেলায় বিদ্যুতের খুঁটিতে ট্রাক্টরের ধাক্কা লেগে সাত নারীসহ ১০ শ্রমিক নিহত হয়েছেন। বৃহস্পতিবার মাঠে কাজ করে ট্রাক্টরে চেপে বাড়ি ফেরার পথে বিদ্যুতায়িত হয়ে তাদের মৃত্যু হয়।ভারতীয় সংবাদমাধ্যমের সূত্রে জানা যায়, মরিচের ক্ষেতে কাজ করে ট্রাক্টরে করে বাড়ি ফিরছিলেন শ্রমিকরা। স্থানীয় রাপারলা গ্রামে আসার পর চালক নিয়ন্ত্রণ হারালে ট্রাক্টরটি একটি বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কা খায়। এতে ট্রাক্টরটিতে থাকা ১৫ শ্রমিকের মধ্যে নয়জন ঘটনাস্থলেই বিদ্যুত্স্পৃষ্টে মারা যান।
আহত হন আরও ছয়জন। তাদের উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে সেখানে আরও এক শ্রমিকের মৃত্যু হয়।নিহতদের মধ্যে সাতজন নারী ও তিনজন পুরুষ। তাদের মধ্যে দুইজন দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী। তাদের সবার বাড়ি মাচাভরম গ্রামে।দুর্ঘটনায় শ্রমিক মৃত্যুর খবরে দুঃখপ্রকাশ করেন মুখ্যমন্ত্রী ওয়াইএস জগন রেড্ডি। আহতদের সুচিকিত্সার ব্যবস্থা করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন মুখ্যমন্ত্রী।