পেঁয়াজ রপ্তানি শুরু করবে ভারত, দেশের বাজারে দাম কমার সম্ভাবনা

নিজস্ব প্রতিবেদক
গোলাম রব্বানী, নিজস্ব প্রতিনিধি (দিনাজপুর)
প্রকাশিত: শনিবার ১৪ই সেপ্টেম্বর ২০২৪ ০৮:৪১ অপরাহ্ন
পেঁয়াজ রপ্তানি শুরু করবে ভারত, দেশের বাজারে দাম কমার সম্ভাবনা

ভারত পেঁয়াজ রপ্তানির ন্যূনতম মূল্য নির্ধারণের শর্ত থেকে সরে দাঁড়িয়েছে, যা অবিলম্বে কার্যকর হবে। শুক্রবার (১৩ সেপ্টেম্বর) ভারতীয় গণমাধ্যম দ্য ইকোনমিক টাইমস জানিয়েছে, ভারতীয় সরকার এই সিদ্ধান্ত নিয়েছে, যার ফলে বাংলাদেশের বাজারে পেঁয়াজের দাম কিছুটা কমতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। 


হিলি স্থলবন্দরের ব্যবসায়ীরা জানিয়েছেন, দেশের বাজারে পেঁয়াজের দাম সামান্য কমলেও বড় ধরনের পরিবর্তন আশা করছেন না তারা। কারণ, ভারত থেকে পেঁয়াজ আমদানির ক্ষেত্রে শুধুমাত্র ন্যূনতম রপ্তানি মূল্য কমানো যথেষ্ট নয়; ৪০ শতাংশ শুল্কও প্রত্যাহার করতে হবে। ব্যবসায়ীরা মনে করেন, এই শুল্ক না কমালে ভারতের পেঁয়াজ বাংলাদেশের বাজারে সস্তা হবে না।


শনিবার (১৪ সেপ্টেম্বর) হিলি স্থলবন্দরের বাজার ঘুরে দেখা গেছে, দেশী পেঁয়াজ কেজি প্রতি ২০ টাকা কমে বিক্রি হচ্ছে ১১০ টাকায়, এবং ভারতীয় পেঁয়াজ ১০ টাকা কমে ৯০ টাকায় বিক্রি হচ্ছে। তবে ব্যবসায়ীদের ধারণা, ভারত থেকে পেঁয়াজ আমদানি বাড়লে দেশের বাজারে দাম আরও কমতে পারে।


বন্দরের আমদানিকারকরা জানান, ভারতীয় পেঁয়াজের ওপর শুল্ক কমানো হলে দাম কমে ৬০ টাকার কাছাকাছি আসতে পারে।