বৈরী আবহাওয়ায় উত্তাল সমুদ্র, নিরাপদ আশ্রয়ে শত শত ট্রলার

নিজস্ব প্রতিবেদক
আনোয়ার হোসেন আনু, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশিত: শনিবার ১৪ই সেপ্টেম্বর ২০২৪ ০৮:২৩ অপরাহ্ন
বৈরী আবহাওয়ায় উত্তাল সমুদ্র, নিরাপদ আশ্রয়ে শত শত ট্রলার

বৈরী আবহাওয়ার কারণে উত্তাল হয়ে উঠেছে বঙ্গোপসাগর, যার ফলে পটুয়াখালীর আলিপুর ও মহিপুরের মৎস্য বন্দরে ফিরেছে শত শত মাছ ধরার ট্রলার। আবহাওয়া অধিদপ্তর থেকে পায়রা সমুদ্র বন্দরে তিন নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। ঝড়ো হাওয়ার পূর্বাভাসের কারণে সমুদ্রে থাকা সব নৌকা ও ট্রলারকে নিরাপদ আশ্রয়ে থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।


শিব বাড়িয়া নদীর পাড়ে এখন ট্রলারের ভিড়, কিন্তু মাছ শিকার করতে না পারায় জেলেদের মধ্যে হতাশা বিরাজ করছে। অনেকেই ফিরে এলেও কাঙ্ক্ষিত ইলিশের দেখা মেলেনি। জেলেরা জানান, প্রায়শই অবরোধ ও বৈরী আবহাওয়ার কারণে তাদের পেশা হুমকির মুখে পড়ছে। এক জেলে বলেন, "অবরোধ শেষে সাগরে নামতে পারিনি, এখন আবার আবহাওয়ার জন্য ফিরে আসতে হলো। কোন ইলিশ পেলাম না, আর তেলের খরচসহ সবকিছু লস হলো।"


জেলেদের দাবি, প্রতিবেশী দেশের মতো সমন্বিত অবরোধ এবং সরকারি সহায়তা প্রদান করা উচিত, যাতে তারা অন্য পেশায় কাজ করতে পারে বা ক্ষতিপূরণ পায়। উপজেলা মৎস্য কর্মকর্তা অপু শাহ আশ্বস্ত করে বলেন, "এবারের মৌসুমে ইলিশ আহরণ ভালো হবে, আবহাওয়া স্বাভাবিক হলেই আবারও জেলেরা সাগরে ফিরবে। তাদের নিরাপত্তার জন্য বিভিন্ন ডিভাইস প্রদানসহ উদ্যোগ নেওয়া হয়েছে।"


অন্যদিকে, বৈরী আবহাওয়ার কারণে কুয়াকাটায় পর্যটকরা হোটেলে বন্দী অবস্থায় দিন কাটাচ্ছেন। প্রচণ্ড বৃষ্টি ও ঝড়ো হাওয়ার কারণে পর্যটকেরা বাইরে বের হতে পারছেন না, ফলে অনেকেই আগেভাগেই ফিরে যাচ্ছেন বলে জানিয়েছে কুয়াকাটা হোটেল-মোটেল ওনার্স অ্যাসোসিয়েশন।