বাংলাদেশকে সর্বাধিক অগ্রাধিকার দেয় ভারত: জয়শঙ্কর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: বৃহঃস্পতিবার ২১শে জানুয়ারী ২০২১ ১১:২৪ পূর্বাহ্ন
বাংলাদেশকে সর্বাধিক অগ্রাধিকার দেয় ভারত: জয়শঙ্কর

ভ্যাকসিন মৈত্রীর মাধ্যমে সম্পর্কের ক্ষেত্রে বাংলাদেশের সঙ্গে ভারত সর্বাধিক অগ্রাধিকার পুনর্ব্যক্ত করেছে বলে মন্তব্য করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর।  বৃহস্পতিবার ( ২১ জানুয়ারি) এক টুইটে তিনি এ মন্তব্য করেন।


টুইটে ড. এস জয়শঙ্কর বলেন, ভারতের ভ্যাকসিন ঢাকায় পৌঁছেছে। ভ্যাকসিন মৈত্রীর মাধ্যমে বাংলাদেশের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে সর্বাধিক অগ্রাধিকার পুনর্ব্যক্ত করেছে ভারত।


এর আগে ড. এস জয়শঙ্কর জানিয়েছিলেন, ভারত মানবজাতির কল্যাণে ভ্যাকসিন সরবরাহের প্রতিশ্রুতি পূরণ করছে। আমাদের প্রতিবেশীদের কাছে ভ্যাকসিন সরবরাহ শুরু হবে।ভারত প্রতিবেশী দেশগুলোকে করোনা প্রতিরোধী ভ্যাকসিন দিচ্ছে। বাংলাদেশ ছাড়াও নেপাল, ভুটান, মালদ্বীপ উপহার হিসেবে পাচ্ছে ভারতের ভ্যাকসিন।