জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ভাস্কর্য ভাংচুর করার প্রতিবাদে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে শাপলা ফোরাম ও ছাত্রলীগের নেতাকর্মীরা।রবিবার (৬ ডিসেম্বর) বেলা ১২ টায় বিশ্ববিদ্যালয়ের মৃত্যুঞ্জয়ী মুজিব মুর্যালের পাদদেশে এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এ সময় মানববন্ধনে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ শাহিনুর রহমান, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. কাজী আখতার হোসেন, শাপলা ফোরামের সভাপতি অধ্যাপক ড. মোঃ রেজওয়ানুল ইসলাম, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মোঃ মাহবুবর রহমান, অধ্যাপক ড. মোঃ সাইদুর রহমান, অধ্যাপক ড. সেলিনা নাসরিন, ড. মোঃ আবু হেনা মোস্তফা জামালসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
এছাড়া বিক্ষোভ সমাবেশে অংশ নেন ছাত্রলীগ নেতা শিশির ইসলাম বাবু, মিজানুর রহমান লালন, ফয়সাল সিদ্দিকী আরাফাত, শাহাদাত হোসেন নিশানসহ অর্ধশতাধিক নেতাকর্মী। এসময় বক্তারা মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের ঘটনায় জড়িতদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
উল্লেখ্য, গতকাল রাত ২ টার দিকে বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উপলক্ষে কুষ্টিয়া শহরের পাঁচ রাস্তা মোড়ে নির্মাণাধীন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ভাস্কর্যের কিছু অংশ রাতের আঁধারে স্বাধীনতাবিরোধী অপশক্তি কর্তৃক ভেঙে বিকৃত করার প্রতিবাদে এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।