প্রকাশ: ৬ ডিসেম্বর ২০২০, ৩:২১
বরিশালের হিজলা উপজেলার খুন্না বাজার ডাকবাংলোর পশ্চিম পাশে বরিশাল ইসলামি চক্ষু হাসপাতালের তত্ত্বাবধানে " ভিশন সেন্টার " নামে শাখার উদ্বোধন করা হয়েছে। রবিবার ৬ ডিসেম্বর সকাল সাড়ে ১০ টায় উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মোঃ সরোয়ার হোসেন। তিনি তার সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, মানুষের সেবা করাই তাদের মূল লক্ষ্য। তাই মাত্র ৮০ টাকা ফি দিয়ে প্রতিদিন সকাল ৯ টা থেকে দুপুর ২টা পর্যন্ত সবাই এখানে সেবা পাবেন।
আর সেজন্য প্রয়োজন হবে সবার সহযোগিতা। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বরিশাল ইসলামি চক্ষু হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট ডাঃ মোঃ ফিরোজ, পরিচালক প্রশাসন লুৎফুল কবির রিপন, বিশিষ্ট সমাজ সেবক মোঃ রফিকুল ইসলাম সবুজ, ইনচার্জ ফয়সাল খান, শিক্ষক আহসানুল্লাহ মাষ্টার সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। উদ্বোধন শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়। দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন খুন্না বাজার জামে মসজিদের খতিব মাওলানা রুহুল আমিন সাইফি।