প্রকাশ: ৬ ডিসেম্বর ২০২০, ০:৮
দ্রুতগামী ট্রাকটারের ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। ঢাকা-সিলেট মহাড়কে ব্রাহ্মণ বাড়িয়ায় ট্রাকটারের ধাক্কায় নিহতরা হলেন-হেলাল মিয়া (২৬) ও বসু(৩৩) নামে মোটরসাইকেলের চালক ও আরোহী দুইজন নিহত হয়েছেন। রবিবার (৬ ডিসেম্বর ) দুপুরে বিজয়নগর উপজেলার রামপুর এলাকার ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।নিহত হেলাল মিয়া সরাইল উপজেলার শাহজাদপুর গ্রামে। পুলিশ সুত্রে জানাযায়, দুপুরে একটি মাটিবোঝাই ট্রাকটার রামপুর এলাকার একটি ইটভাটার দিকে আসছিল।
এ সময় বিজয়নগর উপজেলার চান্দুরা বাসস্ট্যান্ড থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে ট্রাকটির ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক হেলাল মারা যান। এ ঘটনায় মোটরসাইকেলের আরেক আরোহী বসু গুরুতর আহত হন। তাকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় নেওয়ার সময় পথিমধ্যে মৃত্যুবরণ করেন।বিশ্বরোড় খাঁটিহাতা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ মাহবুবুর রহমান বলেন, ট্রাকটারের ধাক্কায় ঘটনাস্থলেই হেলাল মিয়ার মৃত্যু বরন করে। আরেক জনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় নেওয়ার সময় মৃত্যুবরণ করেন। তিনি আরোও বলেন,লাশ ময়নাত দন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।এ বিষয়ে মামলা প্রক্রিয়া চলছে।