কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙা হয়েছে কোনো একজনের নির্দেশে। এই ভাঙার সঙ্গে যুক্ত রয়েছে ইউসুফ, আবু বকর, ইবনে মাসুদ এবং নাহিদ নামের ৪ জনকে আটক করা হয়েছে। এর মধ্যে স্থানীয় ইবনে মাসুদ মাদ্রাসার ছাত্র। এ বিষয়ে বিস্তারিত তথ্য তদন্তের পরই জানা যাবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আজ রোববার (৬ ডিসেম্বর) দুপুরে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনের এসব কথা বলেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী আরো বলেন, দেশে কোন অরাজকতা সৃষ্টি করতে দেয়া হবে না। উস্কানীদাতা চিহ্নিত। তবে ঘটনাটি হেফাজতের নেতাদদের উস্কানিততে হয়েছে কিনা, তদন্তের পর জানা যাবে। এ ঘটনায় যেই দোষী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।