আশাশুনিতে স্বাস্থ্যবিধি অমান্য করায় ৫ জনকে জরিমানা করা হয়েছে। শনিবার (৫ ডিসেম্বর) মোবাইল কোর্টে এ জরিমানা করা হয়। আমার মাস্ক আমার সুরক্ষা" শ্লোগানে অনুভূতিশীল ও সচেতন করার পাশাপাশি সরকারি নির্দেশনা অমান্য করায় উপজেলার বিভিন্ন স্থানে মোবাইল কোর্ট পরিচালনা করে জরিমানা করা হয়েছে।
জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট এস এম মোস্তফা কামালের নির্দশনা মোতাবেক বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) শাহীন সুলতানা মোবাইল কোর্ট পরিচালনা করেন। এসময় মাস্ক ব্যবহার না করার অপরাধে ৫টি মামলায় ১৫০০ টাকা জরিমানা করা হয়।