কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে সাভারের আশুলিয়ায় গণসমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে আশুলিয়া থানা যুবলীগ।শনিবার (৫ ডিসেম্বর) সন্ধ্যায় নবীনগর- ইপিজেড মহাসড়কের বাইপাইলে এই গনসমাবেশ করে যুবলীগের নেতাকর্মীরা।এর আগে শুক্রবার (৪ ডিসেম্বর) রাতে কুষ্টিয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মাণাধীন ভাস্কর্যের ডান হাত, পুরো মুখমন্ডল ও বাঁ হাতের অংশ বিশেষ ভেঙে ফেলে দুর্বৃত্তরা।বিক্ষোভ মিছিলটি সাভারের আশুলিয়ায় গণসমাবেশ ও বিক্ষোভ মিছিল নবীনগর- ইপিজেড মহাসড়কের বাইপাইল থেকে শুরু হয়ে আশুলিয়া থানা এলাকা প্রদক্ষিন করে একই স্থানে এসে শেষ হয়। বিক্ষোভ মিছিল শেষে গণ সমাবেশ অনুষ্ঠিত হয়।
গণ সমমাবেশে আশুলিয়া থানা যুবলীগের আহবায়ক কবির হোসেন সরকার বলেন, বঙ্গবন্ধুর ভাস্কর্যের উপর হামলা করে মৌলবাদের সুস্পষ্ট প্রমাণ করেছে। তারা আবারও প্রমান করলো যে তারা মৌলবাদী ও জঙ্গিগোষ্ঠীর কার্যকলাপে বিশ্বাসী। তাদের চিরতরে দেশ থেকে উৎখাত করতে হবে।আশুলিয়া থানার যুগ্ম আহবায়ক মইনুল ইসলাম ভুইঁয়া বক্তব্য প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি নুরুল আমীন সরকার, সাধারণ সম্পাদক সোহেল মোল্লা, যুগ্ম সাধারন সম্পাদক সোহেল সরকার, সাংগঠনিক সম্পাদক জুয়েল মোল্লা, শিমুলিয়া ইউনিয়নের সাধারন সম্পাদক হারুন ওর রশিদ, ধামসোনা ইউনিয়নের সিনিয়র সহ-সভাপতি প্রকৌশলি বকুল ভূইয়াসহ আরও অনেকে।