জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ভাস্কর্য ভেঙে বিকৃত করার প্রতিবাদ জানিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) প্রগতিশীল শিক্ষক সংগঠন বঙ্গবন্ধু পরিষদ ও শাপলা ফোরাম।শনিবার (৫ ডিসেম্বর) সন্ধ্যায় বঙ্গবন্ধু পরিষদের সভাপতি অধ্যাপক ড. রুহুল কুদ্দুস মোঃ সালেহ ও সাধারণ সম্পাদক ড. আবু হেনা মোস্তফা জামাল এবং শাপলা ফোরামের সভাপতি অধ্যাপক ড. মোঃ রেজওয়ানুল ইসলাম ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মোঃ মাহবুবর রহমান স্বাক্ষরিত পৃথক পৃথক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেন।
বিবৃতিতে বলা হয়েছে, বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উপলক্ষে কুষ্টিয়া শহরের পাঁচ রাস্তা মোড়ে নির্মাণাধীন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ভাস্কর্যের কিছু অংশ রাতের আঁধারে স্বাধীনতাবিরোধী অপশক্তি কর্তৃক ভেঙে বিকৃত করে। যাহা স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনার উপর আঘাতের শামিল।
এ ঘটনায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু পরিষদ ও মহান মুক্তিযুদ্ধ বাঙালি জাতীয়তাবাদ ও প্রগতিশীল চেতনায় বিশ্বাসী শিক্ষক সংগঠন শাপলা ফোরাম তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। একই সাথে দুষ্কৃতকারীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে প্রশাসনের নিকট জোর দাবি জানিয়েছেন সংগঠন গুলো।