০৫ ডিসেম্বর হাতীবান্ধা হানাদার মুক্ত দিবস। দিবসটি উপলক্ষে করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে জনসচেতনতা ও মাস্ক বিতরণ করেন ইউ.সি.সি (সবুজ সংঘ)।শনিবার (০৫ ডিসেম্বর) সকালে উপজেলার অডিটোরিয়াম চত্ত্বর থেকে শুরু করে হাতীবান্ধা বাজারে উক্ত মাস্ক বিতরণ করা হয়।
বিভিন্ন খোলা দোকানি, পথিক, যানবাহনের চালক-যাত্রীদের মাঝে এসব মাস্ক বিতরণ করেন ক্লাবের সদস্য লোটাস, তুহিন, শাখাওয়াত, শাহিন, আলম, মিঠু, রাকিব, সৌখিন, শাকিল, শুভ, জিয়া, শান্ত, ফিরোজ ও পল্লব।এ সময় তারা মাস্কের সঠিক ব্যবহার এবং করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকি এড়াতে সচেতন করেন।