লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় ট্রেনে কাটা পড়ে মোটরসাইকেল আরোহী ও মানসিক প্রতিবন্ধীসহ পৃথক দুটি দুর্ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে।শুক্রবার (৪ ডিসেম্বর) সকালে ও দুপুরে লালমনিরহাট বুড়িমারী রেল রুটের কালীগঞ্জ উপজেলায় এ দুর্ঘটনা ঘটে।নিহত মোটরসাইকেল আরোহী রহিদুল ইসলাম এমরান (২৫) উপজেলার দলগ্রাম ইউনিয়নের সাদেকুল ইসলাম রইসুলের ছেলে। তবে মানসিক ভারসাম্যহীন ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি।
স্থানীয়রা জানান, লালমনিরহাট থেকে ছেড়ে আসা বুড়িমারীগামী লোকাল ট্রেনটি সকালে লালমনিরহাট বুড়িমারী মহাসড়ক ক্রসিং করার সময় একজন মানসিক প্রতিবন্ধী ট্রেনে কাটা পড়ে মারা যান। ওই ট্রেনটি লালমনিরহাট অভিমুখে ফেরার পথে একই এলাকার কাকিনা স্টেশন অতিক্রম করে শান্তিগঞ্জ বাজারের রেল ক্রসিংয়ে মোটরসাইকেল আরোহীকে ধাক্কা দিলে ছিঁটকে ট্রেনের নিচে পড়ে মারা যান। কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরজু মু. সাজ্জাদ হোসেন জানান, বিষয়টি লালমনিরহাট রেলওয়ে থানাকে অবগত করা হয়েছে।