প্রকাশ: ৪ ডিসেম্বর ২০২০, ১৭:২
ইংল্যান্ডের এম আর সিপি পরীক্ষায় বাংলাদেশী তরুন জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সর চিকিৎসক বিশ্বে প্রথম হয়ে সারা বিশ্বেকে তাক লাগিয়ে দুনিয়া সেরা হওয়ায় ডাঃ ডা.মাহমুদুল হক জেসিকে সংবর্ধনা দেওয়া হয়েছে । বৃহস্পতিবার বিকালে জাজিরা উপজেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে তাকে এই সংবর্ধনা দেওয়া হয়। জানা যায়, সারা বিশ্বের চিকিৎসকদের মর্যাদাকর পরীক্ষা ইংল্যান্ডের এম আর সিপি (মেম্বারশিপ অব দ্যা রয়েল কলেজস অব ফিজিশিয়ান্স অব দ্যা ইউনাইটেড কিংডম) তে অুনষ্ঠিত হয়। এই পরীক্ষা ১ হাজার নাম্বারে হয়। ১ হাজারে নাম্বারের মধ্যে পাস নাম্বার হলো ৪৫৪।
সেখানে ৯০৬ নাম্বার পেয়ে সারা বিশ্বের সব প্রতিযোগীকে পেছনে ফেলে বিশ্বের প্রথম হয়েছেন বাংলাদেশী চিকিৎসক শরীয়তপুর জেলার জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা.মাহমুদুল হক জেসি। আর এই সফলতা অর্জন করায় জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষ থেকে তাকে এই সংবর্ধনা দেওয়া হয়। ডা.জেসি ঢাকার কেরানীগঞ্জের আমিরাবাগ এলাকার সন্তান। এ মেধাবী শিক্ষার্থী ঢাকা কলেজ থেকে ২০০৭ সালে এইচ এস সি পাস করে।
এরপর প্রথমে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটে ভর্তি হন। সেখানে মেধাক্রমে ৫৬তম হয়ে থ্রিপর হয়ে সুযোগ পান। সেখানেও তিনি কৃতিত্বের পরিচয় দেন। ৫টি বিষয়ের পরীক্ষায় ৪টিতেই তিনি (সিজিপিএ ৪.০০) পেয়েছেন। মাত্র ৮ মাস বুয়েটে পড়াশুনা করলেও এর পর তিনি মেডিকেলে ভর্তি হওয়ার সিদ্ধান্ত নেন। মাত্র দুই মাসের প্রস্তুতিতে মেডিকেল ভর্তি পরীক্ষায় সারা দেশের মেধা তালিকায় ২৯তম হন জেসি হক। পরে ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করেন। ঢাকা মেডিকেল কলেজই তিনি ইন্টার্রশিপ করেন মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক ডা.আজিজুল কাহহারের চেম্বারে তার এ্যাসিস্ট্যান্ট হিসেবে যোগ দেন।