বেতন বৈষম্য নিরসনের দাবিতে সারাদেশের ন্যায় টাঙ্গাইলের গোপালপুরের বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট এসোসিয়েশন গোপালপুর শাখার উদ্যোগে দিনভর কর্মবিরতি পালন করছে। (৩ ডিসেম্বর) বৃহস্পতিবার সকালে, গোপালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে, সকল টিকা বা ভ্যাকসিন প্রদান থেকে বিরত থাকিয়া কর্মবিরতি পালন করছে। বৃহস্পতিবার ষষ্ঠ দিনের মতো কর্মবিরতি পালন করছে, উপজেলার স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য সহকারীগণ।
কর্মবিরতি বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডা. আলিম আল রাজি সাথে কথা বলে জানা যায়, তাদের দাবি যৌক্তিক বলে মনে করি, তাদের দাবিতে একমত পোষণ করছি। এবং খুব দ্রুত এ বিষয়ে সমাধান আশা করছি, যাতে করে শিশুরা ক্ষতির সম্মুখীন না হয়।